ইনিংসের প্রথম বলেই পেসার মারুফা আক্তারের দুর্বোধ্য ইনসুইংয়ে শ্রীলঙ্কার ইনিংসে ধাক্কা দেয় বাংলাদেশ। সেখান থেকে পরের দুই ব্যাটার চামারি আতাপাথু ও হাসিনি পেরেরা দারুণ জুটি গড়েন। ওই জুটি ভেঙে ম্যাচে ফিরে লঙ্কানদের আট বল থাকতে ২০২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রান যোগ করে। জমে যাওয়া ওই জুটি ভেঙে ব্রেক থ্রু দেন স্পিনার রাবেয়া খান। তিনি ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বলে ৪৬ রান করা লঙ্কান অধিনায়ক আতাপাথুকে সাজঘরে পাথান। সেখান থেকে ১০০ রানে ৪ উইকেট হয়ে যায় শ্রীলঙ্কা। চারে নামা হার্শিতা সামারাবিক্রমা (৪) রান আউট হন। কাভিসা দিলহারাকে (৪) আউট করেন নাহিদা আক্তার।
ষষ্ঠ উইকেটে আবার ৭৪ রান যোগ করে বড় সংগ্রহের পথে হাঁটছিল শ্রীলঙ্কা। তবে ছয়ে নামা নিলাক্ষ্মী ৩৮ বলে ৩৭ রান করে ফিরতেই বাধ ভাঙে তাদের। ওপেনার হাসিনি পেরেরা ৯৯ বলে ৮৫ রান করে আউট হন। তিনি ১৩টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন।
বাংলাদেশের হয়ে স্পিনার স্বর্ণা আক্তার ১০ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। রাবেয়া ৯ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। মারুফা, নিশিতা ও নাহিদা একটি করে উইকেট নেন। দলটির দুই ব্যাটার রান আউটে কাটা পড়েন।