ইতালি প্রতিনিধিঃ ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে গত ১৬ আগস্ট পাসপোর্ট সংশোধনের দাবিতে বিক্ষোভ চলাকালে হামলা ও ভাংচুুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমিতি ইতালি।রোমের ফুড অফ রোমা রেস্তোরাঁয় আয়োজিত প্রতিবাদ সভায় কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, দূতাবাসের হামলার ঘটনায় যার ইন্দন ছিল রোম কমিউনিটির নেতারা তা জানে । দূতাবাস ভাংচুরে উস্কানি দাতাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে কমিউনিটির নেতারা।
তারা বলেন, দূতাবাস প্রবাসে আমাদের এক খন্ড বাংলাদেশ। আমাদের শেষ পরিচয় বহন করে সেই দূতাবাসে হামলা মানে দেশের প্রতি আঘাত। যে দাবী নিয়ে দূতাবাসের সামনে প্রবাসী বাংলাদেশীরা আন্দোলন করেছে তার সাথে একমত,তবে দূতাবাসে হামলা কোন মতেই সমর্থন করি না। আমরাও চাই সকলে পাসপোর্ট পাক তবে সরকারকে বেকায়দায় ফেলে নয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন যারা পাসপোর্ট সমস্যায় ভুগতেছে তারা যাতে পাসপোর্ট পেতে পারে সে ব্যাপারে আপনি সদয় দৃষ্টি দিবেন।
বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ বাবুল ও মাহাবুব আলম প্রধানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালির প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ,বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি কে এম লোকমান হোসেন,সংগঠনের উপদেষ্টা আব্দুর রব ফকির,লিটন হাজারী, সাধারণ সম্পাদক জহিরুল আলম,সিনিয়র সভাপতি ফয়সাল আহমেদ, রনি আহমেদ,সমাজ সেবক মামুন ঢালী,আলী আজমসহ আরো অনেকে।