ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের নির্দেশনায় গঠিত রোম মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ‘জেল হত্যা দিবস’ পালনের মধ্য দিয়ে নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছে।
সংগঠনের আহবায়ক খলিল বন্দুকসী এবং যুগ্ম আহবায়ক আল মাহমুদ রফিক ও মনিরুজ্জামান মুন্সিসহ যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে এই আহ্বায়ক কমিটি খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির গঠনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের
সৈনিকদের ঐক্যবদ্ধ করার কাজে নিয়োজিত করবে নিজেদের।রোম মহানগর আওয়ামীলীগের একটি সূত্রে জানা গেছে, তারা এই নগরীর বিভিন্ন ওয়ার্ডে মহানগর কমিটির শাখা অনুমোদন দেবে। আওয়ামী লীগের বিস্তৃতি ঘটানোর লক্ষ্য নিয়েই সংগঠনটি কাজ করবে।
রোম মহানগর আওয়ামীলীগের আহবায়ক খলিল বন্দুকসী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষণ নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সংঘটিত করার কাজ শুরু করবে তারা। পাশাপাশি জামাত বিএনপির অপপ্রচার প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করবে।
বাংলাদেশে আন্দোলনের নামে জামাত বিএনপি যে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করার লক্ষ্য নিয়েও কাজ করবে রোম মহানগর
আওয়ামীলীগ। এই সংগঠনের অন্যান্য যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন, আরিফ হোসেন, আল আমিন খান, ওলিউর তালুকদার, সারোয়ার হোসেন ১, জাহিদ হাসান, সরোয়ার হোসেন ২, রফিকুল ইসলাম, মনির হোসেন মোল্লা, ওয়সিম খান, শাওন খান, সাজু চৌধুরী ও কাইয়ুম মাদবর।
