আফজাল হোসেন রোমান:ইতালির রোমে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হলো বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার ও দোয়া মাহফিল। রোববার (২ এপ্রিল) রোমস্থ তরপিনাত্তারা জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
বৃহত্তর চট্টগ্রাম সমিতি ইতালির সভাপতি মোহাম্মদ মাহাবুব আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইসলামী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব হাফেজ মাওলানা রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা এমএ তৈয়ব,আনোয়ার হোসেন, সহ-সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, জসীম উদ্দিন , জান্নাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন হাসান, দপ্তর সম্পাদক আক্তার হোসেন সহ আরো অনেকে।
এই আয়োজনে রোমের ব্যবসায়ী সংগঠন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, জালালাবাদ এসোসিয়েশন, জালালাবাদ স্পোটিং ক্লাব, ঢাকা জেলা সমিতি, ফেনী জেলা সমিতি, নোয়াখালী জেলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
