ডেস্ক রিপোর্ট: আগামী শুক্রবার প্রিয়তম আসছে রোমে। বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় এই চলচ্চিত্রটি রোম প্রবাসী অনেকেই দেখতে পাবেন না। ইতিমধ্যেই প্রায় সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছে। হলে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে দাবি উঠেছে চলচ্চিত্রটি আরো একটি শো’প্রদর্শনের। এ ব্যাপারে প্রিয়তমা প্রদর্শনীর প্রধান আয়োজক সাংবাদিক আমির হোসেন লিটন বলেন, দর্শকদের কথা বিবেচনা করে আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো একটি শো’ প্রদর্শনের। মূলত আমরা দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ কাজটি করে থাকি। ইতালিতে বেড়ে ওঠার নতুন প্রজন্ম যাতে বাংলা ভাষা বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে। অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা আশা করব ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে যেন তারা বাংলা ভাষার প্রতি আগ্রহী করে গড়ে তোলেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রোমের সেন্তসেল্লের একটি সিনেমা হলে প্রিয়তমা প্রদর্শিত হবে।
