মালিক মনজুর,
বিশেষ প্রতিনিধি , ইতালি
ইতালির রাজধানী রোমে এই প্রথম বাংলাদেশের সময়ের সাথে মিল রেখে অমর একুশে উদযাপিত হবে। রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ২১ উদযাপন কমিটি
এ তথ্য জানিয়েছে। আহ্বায়ক জুয়েল আহাম্মেদ , সদস্য সচীব সাইফুল ইসলাম বেপারি , প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রশিদ,প্রধান উপদেষ্টা হাবিব চৌধুরী এবং উপদেষ্টা জোবায়ের আহমেদ রিপন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
উদযাপন কমিটির আহ্বায়ক জুয়েল আহমেদ বলেন, আমরা আগামী প্রজন্মের মাঝে অমর একুশের তাৎপর্য এবং বাংলা ভাষা যাতে সর্বত্র প্রচলন করা সম্ভব হয় সেদিকে নজর রেখে কাজ করে যাচ্ছি। প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের জন্য একটি গ্রহণযোগ্য সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।
এসময় ২১ উদযাপন কমিটি জানায়,বাংলাদেশ সময়ের সাথে মিল রেখে ২০ ফেব্রুয়ারী ইতালির সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে রোমের লার্গো প্রেনেসতে চত্তরে আনুষ্ঠানিক ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সার্বজনীন এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে উদযাপন কমিটি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।এ সময় রোমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
