রোমে ইসলামিক ট্যালেন্ট শো; রেজিস্ট্রেশনের সুযোগ আছে এখনো

ডেস্ক রিপোর্ট :রোনার কারণে শেষবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হলেও এবছর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো-২০২৪।
প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে ইসলামিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ন্যাশনাল কাফের সার্বিক তত্বাবধানে ও সাংবাদিক মোঃ আফজাল হোসেন রোমানের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালি জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো ২০২৪। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইতালিতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের অংশগ্রহনের মধ্য দিয়ে শুরু হয়েছে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো ২০২৪। ৩ পর্বের এই আয়োজনে এখন চলছে রেজিস্ট্রেশন ও অডিশন পর্ব। ইতিমধ্যেই রাজধানী রোমের বেশ কয়েকটি মাদ্রাসা ও স্কুলে অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবছরের আয়োজনে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা-
করোনার কারণে সর্বশেষ আয়োজন ভার্চুয়াল মাধ্যমে হলেও এবছর মূল সেমি ফাইনাল ও গ্রান্ড ফাইনাল রোমের একটি হলে আয়োজন করা হবে বলে জানান আয়োজনের টাইটেল স্পন্সর জনপ্রিয় ন্যাশনাল কাফ এর কর্ণধার আক্তারুজ্জামান।
৩ থেকে ১৮বছর পর্যন্ত মোট বয়সভিত্তিক তিনটি গ্রুপে প্রতিযোগিতা কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত এই ২ বিষয়ে অংশ নিতে পারবে। আগামী ২৪মার্চ রবিবার রাজধানী রোমের স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হবে আয়োজনের মূল পর্ব ৬এপ্রিল শনিবার একই স্থানে অনুষ্ঠিত হবে গ্র্যাণ্ড ফাইনাল।
আয়োজকরা জানান ইতালির অন্যান্য শহরের প্রতিযোগিদের ক্ষেত্রে মূল পর্ব পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে অংশ নেয়ার সুযোগ থাকছে, তবে ফাইনালে স্বশরিরে অংশ নিতে হবে বলে জানান তারা।
আগ্রহী প্রতিযোগীরা অনলাইন লিঙ্কের মাধ্যমে অথবা ফোন করেও রেজিষ্ট্রেশন করতে পারবেন।
রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে +৩৯৩৮০৯০৬৮৮৮২,+৩৯৩৩৯৬৩৯২৪২৬ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
আয়োজন সফল করতে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ