রোমের ঐতিহাসিক স্থাপনা প্যান্থিয়ন থেকে পড়ে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

রোমের ঐতিহাসিক স্থাপনা প্যান্থিয়ন থেকে পড়ে গিয়ে ৬৯ বছর বয়সী জাপানি পর্যটক মরিমাসা হিবিনো মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (অক্টোবর ২৪) এই দুর্ঘটনা ঘটে।

হিবিনোকে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাচীন স্থাপনাটির কাছাকাছি একটি খাদে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এক যাজক তাঁকে ঐ স্থানে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন।

জানা গেছে, খাদটি রাস্তার স্তর থেকে প্রায় ২৩ ফুট নিচে ছিল। কর্তৃপক্ষকে ঐ ব্যক্তির দেহ উদ্ধার করার জন্য একটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছিল।

পুলিশ বর্তমানে এই মৃত্যুর তদন্ত করছে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। নিহত ব্যক্তির মেয়ে জানিয়েছেন হিবিনো হঠাৎ অসুস্থ বোধ করায় এবং মাথা ঘোরার কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যান।

প্রত্যক্ষদর্শী বা অন্য কোনো ব্যক্তির জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। একটি সূত্র অনুযায়ী হিবিনো একটি রেলিংয়ের ওপর বসেছিলেন এবং সেখান থেকে ভারসাম্য হারিয়ে মুখ ওপর করে খাদে পড়ে যান। ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে রয়েছে।

প্যান্থিয়ন ইতালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করেন। দুর্ঘটনার সময় ওই স্থানটি জনসাধারণের জন্য বন্ধ ছিল।

এদিকে, পুলিশ জানিয়েছে ওই এলাকায় মাঝে মাঝেই এ ধরনের ঘটনা ঘটে এবং পথচারীরা যেন প্রাচীন কাঠামোর পরিধির প্রাচীর লঙ্ঘন না করে সে জন্য তারা নিয়মিত টহল দেয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ