রোমের আরশী ফ্যাশনে শেষ মুহূর্তে উপচে পড়া ভিড়

ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমের কর্নেলিয়ায় প্রতিষ্ঠিত তৈরি পোশাকের দোকান “আরশী ফ্যাশন”এ
ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দিনভর ক্রেতাদের ভিড় ছিল দোকানটিতে। আরশী ফ্যাশনের স্বত্বাধিকারী
ফারহানা মুন্নি জানান, দুই বছর পর এবার
উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে ঈদ। করোনার কোন বিধি-নিষেধ নেই। মানুষ প্রাণ খুলে এটু উদযাপনের সুযোগ পাচ্ছে। ফলে ছোট বড় সবার জন্যই কেনাকাটা করছেন তারা। জানান, আমরা কোয়ালিটির উপর গুরুত্ব দিচ্ছি। আমাদের এখানে মানসম্মত পোশাকের পাশাপাশি দামও অনেকের চেয়ে কম। ফলে ক্রেতাদের আগ্রহ রয়েছে।
কর্নেলিয়া মেট্রো স্টেশন এর উপরে প্রতিষ্ঠিত এই দোকান। ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনের পোশাক তোলা হয়েছে এই আরশি ফ্যাশনে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিসেস মুন্নি জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বেচাকে নিয়ে বিক্রি অনেক বেশি। ছেলেদের পাঞ্জাবি-পায়জামা ছাড়াও মহিলাদের থ্রি পিস, লেহেঙ্গা শিশুদের সব রকমের পোশাক, নারীদের শাড়ি সবকিছুই পাওয়া যায় এখানে। এক হিসেবে দেখা গেছে রোমে তৈরি পোশাকের দোকানগুলোর মধ্যে এখনো পর্যন্ত আরশী ফ্যাশন শীর্ষে অবস্থান করছে।
দোকানে আসা ক্রেতারা বলছেন, অন্যান্য দোকানের তুলনায় এখানে পোশাকের যেমন কোয়ালিটি রয়েছে তেমনি দাম অপেক্ষাকৃত কম। ব্যবসার হিসাব মতে কম লাভ বেশি বিক্রি-মানে বেশি লাভ। ফারহানা মুন্নি সেই ফর্মুলা অনুযায়ী ব্যবসা করে থাকেন বলেও জানান তারা।
সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এবং ক্রেতাদের সাথে চমৎকার কথা বলার কারনেই বহুদূর থেকেও আরশি ফ্যাশনে এসে উপস্থিত হন গৃহবধূরা। ফারহানা মুন্নি একজন সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও রোমে পরিচিত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ