মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমের পর্যটন ও ব্যবসায়িক এলাকা অত্তাভিয়ানোতেও খোলা মাঠে ইফতারের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছর বৃহত্তর ঢাকা সমিতির খোলা মাঠে ইফতারের আয়োজন করে থাকলেও অত্তাভিয়ানোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবারই প্রথম খোলা মাঠে ইফতারের আয়োজন করে।
খোলা আকাশের নীচে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বাংলাদেশি ও বিদেশি নাগরিকরা ঐক্যবদ্ধ ভাবে ইফতারে অংশগ্রহণ করে।
যাদের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তারা হলেন
বেলাল হোসেন, মাসুম চৌধুরী, রবিউল হাসান, আবু কাশেম, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, হারুন পাটোয়ারী, জহিরুল ইসলাম, মো: নূর হোসেন, হারুন উদ্দিন জামাল, মোঃ জাহাঙ্গীর হোসেন, কাজী মহিউদ্দিন, আব্দুর রহমান, খলিলুর রহমান, মুরাদ হাসান, রাসেল মিয়া, শাকের আহমেদ, আব্দুল শাহীন।
আয়োজকরা বলেন” ইসলামের কৃষ্টি ও সংস্কৃতি যে কতো টা শান্তিপূর্ণ সেই সঙে সহাবস্থান সৃষ্টি করে একে অপরের সঙে তা তুলে ধরতেই এই আয়োজন। পাশাপাশি আয়োজন টি প্রতি বছরই যেন করতে পারে সেই মনোভাব ও ব্যক্ত করেছেন তারা।
এই সময় প্রবাসী বাংলাদেশিদের সঙে বিদেশি বিভিন্ন পেশার নাগরিকরাও উপস্থিত ছিলেন এই ইফতার মাহফিলে।
