রোমান কেন ইউরোপের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন?

ডেস্ক রিপোর্ট: এনটিভি ইটালির ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমান
ইউরোপের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান,
প্রবীণ সাংবাদিক এবং বাংলা প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, স্বদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন, সম্পাদক
হাসান মাহমুদ, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী ও সাধারণ সম্পাদক জহিরুল আলম, বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে জনাব রোমান কেন ইউরোপের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন? কোন সংগঠন কিংবা সমিতি কর্তৃক উনি শ্রেষ্ঠ সাংবাদিক হননি। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের নির্বাচিত শ্রেষ্ঠ সাংবাদিক
তিনি। তাকে আনুষ্ঠানিকভাবে “মেঘদূত” নামের একটি সামাজিক সংগঠন সংবর্ধনা দিয়েছে। জনাব রোমান করোনা কালে শুধু টেলিভিশন নয়, বাংলাদেশের একটি আলোচিত ইংরেজি দৈনিক “দি ডেইলি স্টারে”তার লেখা একটি প্রতিবেদন “লিড নিউজ” হয়েছিল।
স্বদেশ বিদেশ পত্রিকার পাঠকদের জন্য প্রমাণসহ আমরা তা প্রকাশ করলাম। আশা করি জনাব রোমানের এই শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হবার”ঘোর”-যাদের মধ্যে ছিল তা অচিরেই কেটে যাবে।
আফজাল হোসেন রোমান ইউরোপের “বর্ষসেরা সাংবাদিক” তা আরো অনেক আগেই পাবার কথা ছিল। তার যোগ্যতা, দক্ষতা ইতিমধ্যেই তিনি প্রমাণে সক্ষম হয়েছেন।প্রবাস জীবনের কঠিন বাস্তবতা তিনি ধরে তুলেছেন তার টেলিভিশনের পর্দায়। মানুষের সুখ দুঃখের কথা ছাড়াও সামাজিক অনুষ্ঠানাদি, জাতীয় প্রোগ্রাম এমনকি আনন্দ বিনোদনের কোথাও তুলে ধরেছেন তিনি। তাই এনটিভি যেমন জনপ্রিয়তা অর্জন করেছে, তেমনি আফজাল হোসেন রোমানের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। একজন সাংবাদিক হিসেবে আমরা তার আরো বেশি সাফল্য কামনা করি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ