ডেস্ক রিপোর্ট: ৭ জানুয়ারি রোববার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মাঠের বিরোধী দল বিএনপি এবং তাদের অনুসারী কয়েকটি দল ছাড়া এই নির্বাচন
হচ্ছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করেন ইতালি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু।
বৃহস্পতিবার রাজধানী রোমের বিভিন্ন এলাকায় তারা ভোটকেন্দ্রে যাবার আহ্বান জানিয়ে প্রচার পত্র বিলি করেন। এই দুই নেতা মনে করেন এবারের নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। ভোটের হার যাতে বেশি হয় এবং ভোটকেন্দ্রে যাতে ভোটার যেতে পারে সে আহ্বান জানান তারা। বলেন “রোববার নৌকায় ভোট দিন আত্মীয়-স্বজনকে সঙ্গে নিন”
এবারের নির্বাচনে নৌকার প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এবারের নির্বাচন যেমন প্রতিযোগিতামূলক হবে তেমনি জনগণের অংশগ্রহণ হবে বলে মনে করেন এই দুই নেতা। তারা ধরোববার টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-এই প্রত্যাশা করে বলেন, আমরা রোববার ইটালি আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাবো।
