‘রুশ সেনারা ইউক্রেনের অস্ত্র সরবরাহের একটি উৎস’

রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের সেনাবাহিনীর অস্ত্র সরবরাহকারীদের মধ্যে একটি মাধ্যম বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফেসবুকে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনে লড়াইরত রুশ সেনারা ‘বিভ্রান্ত’ এবং তারা ইউক্রেনের কাছ থেকে ‘প্রতিরোধ আশা করেনি’।রুশ সেনারা রণসরঞ্জাম রেখেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে।

রুশ সেনাদের ফেলে যাওয়া রণসরঞ্জাম স্মারক হিসেবে গ্রহণ করে ইউক্রেনকে রক্ষায় কাজে লাগানো হচ্ছে বলেও জানিয়ে জেলেনস্কি বলেন, রুশ সেনারাই আমাদের সেনাবাহিনীর অস্ত্র সরবরাহের একটি উৎস। দুঃস্বপ্নেও এমন ঘটনা তারা কল্পনাও করতে পারেনি।

এদিকে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে বলে দাবি করেছেন জেলেনস্কি। এছাড়া রুশ বাহিনীর দুইশ’ বিমান এবং আড়াই হাজার সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইতোমধ্যেই ২৩,০০০ সৈন্য হারিয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ