রিয়াজ-আসলাম ইউরোপের শ্রেষ্ঠ সাংবাদিক: বাংলা প্রেস ক্লাব ইতালির অভিনন্দন

*অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের সাথে রিয়াজ হোসেন ও আসলামুজ্জামান*
ডেস্ক রিপোর্ট: একটি সাংবাদিক সংগঠন থেকে নিউজ টোয়েন্টিফোরের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন এবং আরটিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামান ইউরোপের
শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় ইতালির আইনে রেজিষ্ট্রিকৃত সংগঠন বাংলা প্রেসক্লাব ইতালি অভিনন্দন জানিয়েছে। এক অভিনন্দন বার্তায় সংগঠনটি বলেছে, ইতালির রাজধানীর রোমে বসবাসকারী এম ডি রিয়াজ হোসেন দীর্ঘদিন ধরেই সাংবাদিকতায় তার দক্ষতা প্রমাণ করে যাচ্ছেন। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর ছাড়াও তিনি বাংলাদেশ প্রতিদিনের ইতালি প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইউরোপের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত
হওয়ার পর তার মন্তব্য: প্রবাসী বাংলাদেশীদের মিডিয়ার মধ্য দিয়ে সেবা করার যে সুযোগ রয়েছে, সে দায়িত্ব আরো বেড়ে গেল। টেলিভিশনের পর্দায় প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখের কথা আরো বেশি করে তুলে ধরার চেষ্টা করব।
এদিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় এবং সুন্দর নগরী ভেনিসে বসবাসকারী মোহাম্মদ আসলামুজ্জামান বাংলাদেশের আরেকটি জনপ্রিয় চ্যানেল আর টিভির ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই তিনি ইতালিসহ ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলা প্রেস ক্লাব ইতালির অভিনন্দন এর জবাবে জনাব আসলাম বলেন, আমরা সব সময় চেষ্টা করে থাকি সাধারণ মানুষের কথা টেলিভিশনে পর্দায় তুলে ধরতে। বিভিন্ন সামাজিক সংগঠনের সংবাদ ছাড়াও ইতালির জাতীয় সংবাদ, করোনা বিপর্যয়ের সময় প্রবাসীদের করণীয় ইত্যাদি তুলে ধরে বাংলাদেশীদের সচেতন করার চেষ্টা করেছি। দেশ এবং দেশের মানুষের উন্নয়নে একটি টেলিভিশন চ্যানেল যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আমরা সে চেষ্টা করেছি। এই স্বীকৃতি পাবার পর তার কাজের পরিধি আরো বাড়াবেন বলে মন্তব্য করেন আসলামুজ্জামান।
ইতালির এই দুই কৃতি সাংবাদিক ইউরোপের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় ইউরোপের বর্ষসেরা সাংবাদিক এবং এনটিভি ইতালির ব্যুরো প্রধান মোঃ আফজাল হোসেন রোমান
বলেছেন, ইতালির এই দুই সাংবাদিক ইউরোপের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়ে এখানে বসবাসকারী সাংবাদিকদের মর্যাদা বাড়িয়েছেন। তাদের সাংবাদিকতা সাধারণ মানুষের জন্য নয় শুধু, তারা বাংলাদেশের জাতীয় অনুষ্ঠান সমূহ ছাড়াও ইতালির জাতীয় পর্যায়ের বিভিন্ন সংবাদ প্রচার করে বাংলাদেশীদের মাঝে তুলে ধরেন। করোনা কালে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। যেকোনো দুর্যোগের সংবাদ যেমন তারা প্রচার করেন তেমনি আনন্দ সংবাদেও পিছিয়ে নেই এই দুই সাংবাদিক। ব্যক্তিগতভাবে তিনি তাদের অভিনন্দন জানান। আশা প্রকাশ করে বলেন ইতালি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে তারা আরও বেশি দায়িত্বশীল হবেন এখন থেকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ