রাশিয়া ও ইউক্রেনকে এরদোগান কী বার্তা দেবেন?

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকট নিরসনে আজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রোববার তুরস্কের প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টরেট ফর কমিউনিকেশনস রিলেশনস এক বার্তায় এ কথা জানান।

এরদোগান বলেন, আমরা বিশ্বাস করি— রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শান্তিতে শেষ হবে, কিন্তু মনে হচ্ছে পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে। সোমবার আমি রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলব।

তার মতে, তুরস্ক উভয়পক্ষকে সংলাপ ও কূটনীতির চ্যানেল রক্ষা করার জন্য উৎসাহ দেব।

এর আগে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভও জানান, সোমবার পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোগান।

রোববার রুশ সাংবাদিকরা এরদোগানের সঙ্গে আলাপের জল্পনা সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই আলাপ পূর্বপরিকল্পিত।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৬০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি মানুষ। নিহত হয়েছেন ৪ হাজার মানুষ।

সূত্র: ইউক্রেনিয়ান নিউজ

Shares

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ