রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করবে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ও ডোনেটস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ায় রাশিয়ার সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন তারা। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলর করিসের সাথে বৈঠকের পর কিয়েভে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে পরামর্শ দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরো বলেন, তিনি ইউক্রেনের (পশ্চিমা) বন্ধুরাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন দ্রুত সাহায্য করার জন্য। এছাড়া রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্যও অন্য দেশগুলোকে জোরালো আহ্বান জানান তিনি।

জেলেনস্কি বলেন, আমরা (রাশিয়া কর্তৃক) আরো বেশি কিছু ঘটার জন্য অপেক্ষা করতে পারি না।

তিনি বলেন, রাশিয়ার নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের ওপরও নিষেধাজ্ঞা আরোপের করা উচিৎ। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয় এ গ্যাস পাইপলাইনের মাধ্যমে।

জেলেনস্কি বলেন, কেউ যুদ্ধ চায় না। এমনকি ইউক্রেনের মানুষও শান্তি চায়। কিন্তু, আমাদেরকে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

সোমবার ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ও ডোনেটস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। গত সাত বছর ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলের ওই অংশে স্বাধীনতাকামীদের সাহায্য করছে রাশিয়া।

সূত্র : ইয়েনি শাফাক

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ