রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।
এর আগে, রাতের মধ্যে পোষ্য কোটা বাতিলের আল্টিমেটাম দিয়ে ভিসির বাসভবন ঘিরে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময়, একযোগে নেমে আসে ১৭টি হলের শিক্ষার্থীরা।
অপরদিকে, এরও আগে রাত ৮টার দিকে সিনেট মিটিং শেষে পোষ্য কোটা বাতিলের এই আন্দোলনে উপ উপাচার্য ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।





