রাতে ঘুরতে গিয়ে প্রাণ হারাল ২ কিশোর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন বেসনাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. রুবেল জানান, রাতে বেসনাল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে মাদবর বাড়ির পুকুরে পড়ে যায় তিনজন। এতে মোটরসাইকেল চালক দিঘিরপাড় গ্রামের মো. দুলাল দেওয়ানের ছেলে সিজান রাজা (১৭) ও তার পেছনে বসা খোরশেদ মালতের ছেলে আপন মালত (১৬) এবং রুবেল মালত গুরুতর আহত হয়।

পরে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিজান রাজা ও আপন মালতকে মৃত ঘোষণা করেন। তবে একদম পেছন বসা আসমত মালতের ছেলে রুবেল মালত (১৬) গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।

এ বিষয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শাহ আলম জানান, মোটরসাইকেলটি অনেক বেশি গতিতে চলায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ