একটি রাজনৈতিক দলের বিষয়ে অন্য দলের মতপার্থক্য থাকলেই তা দূরত্ব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এনসিপির সঙ্গে সরকারের দূরত্ব বাড়ছে কিনা– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটা রাজনৈতিক বিষয়ে যদি কোনো দলের মতপার্থক্য থাকে, সেটা দূরত্ব নয়। মতানৈক্য গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, ভিন্নমত থাকতেই পারে।
জুলাই সনদ নিয়ে আলোচনায় তিনি বলেন, ঐকমত্য কমিশন সরকারের কাছে রিপোর্ট দিলে সরকার সেই ভিত্তিতে অবস্থান নেবে। এটা আইন হবে না, তবে এর একটি ভিত্তি বা রূপরেখা তৈরি করা হবে। সরকারের পরামর্শে এনসিপি সনদে স্বাক্ষর করেনি– এমন মন্তব্যকে তিনি ভিত্তিহীন ও ষড়যন্ত্রতত্ত্বনির্ভর বলে উল্লেখ করেন। বিমানবন্দরে অগ্নিকাণ্ড প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে– এই লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে এবং রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া আজ সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাতে তিনি জলবায়ু পরিবর্তন, উপকূলীয় এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প ও সবুজায়ন উদ্যোগে সৌদি সহযোগিতা চান। রাষ্ট্রদূত পরিবেশ উপদেষ্টাকে আসন্ন ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং দুই দেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন।
পরে পরিবেশ উপদেষ্টা সচিবালয়ে রাবার বোর্ডের উন্নয়ন পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এবং টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।