রংপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৫

রংপুরের তারাগঞ্জে পিকআপ, অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার পাকজান নেংটিছিড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ছহির উদ্দিন, খাদেমুল, শুকনাল, আজানুর রহমান এবং হাবিবুল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জের পাকযান এলাকায় পিকআপ, অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চার জনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ