যে শর্তে আটক মার্কিন মেরিন সেনাকে মুক্তি দিল রাশিয়া

তিন বছর ধরে রাশিয়ার কারাগারে আটক সাবেক মার্কিন মেরিন সেনা ট্রেভর রিডকে মুক্তি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে আটক রুশ নাগরিক কনস্টান্টিন ইয়ারোশেঙ্কোর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইয়ারোশেঙ্কো মাদক মামলায় যুক্তরাষ্ট্রে ২০ বছরের সাজা ভোগ করছেন।

অন্যদিকে, মাতাল অবস্থায় রাশিয়ান পুলিশ অফিসারদের উপর হামলার অভিযোগে রিডকে কারাগারে বন্দি করা হয়।

দীর্ঘ আলোচনা প্রক্রিয়ার পর বুধবার এই বন্দি বিনিময় অনুষ্ঠিত হয় বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম চ্যানেলকে জানিয়েছেন।

রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ফুটেজে দেখা গেছে, রিডকে যুক্তরাষ্ট্রে ফেরার আগে রাশিয়ার ভনুকোভো বিমানবন্দরে আনা হচ্ছে। তুরস্কে এই বন্দি বিনিময় অনুষ্ঠিত হয় বলে রিডের বাবা জোই রিড মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ