যে ফুলটি সব থেকে সুন্দর সেটি আমি বেছে নেব: শেখ হাসিনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা আওয়ামী লীগের টিকিট পাবেন, সেই বিষয়ে ধারণা দিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা প্রতীকে লড়তে যারা প্রার্থী হবেন, তাদের মধ্য থেকে সব থেকে ভালো প্রার্থীকেই বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আজকে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। (গণতন্ত্র) ফিরিয়ে এনেছি বলেই গণতান্ত্রিক পরিবেশে ইলেকশন হবে, অনেকেই তো প্রার্থী হতে পারে। প্রার্থী যদি হয়, শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সব থেকে সুন্দর সেটি আমি বেছে নেব। আমার উত্তর পরিষ্কার।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দেশে সময়মতো নির্বাচন হবে।

সুইজারল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সফরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে লিখিত বক্তব্যে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

জাতীয় নির্বাচনের আগে মাঠপর্যায়ে আওয়ামী লীগের মধ্যে সংঘাত হচ্ছে। বিভিন্ন পেশার অবসরপ্রাপ্ত অনেকে নির্বাচনের মাঠে নেমেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের কোনো বার্তা দেবেন কিনা, প্রধানমন্ত্রীকে এ প্রশ্ন করেন একজন সাংবাদিক।

জবাবে শেখ হাসিনা বলেন, আমাদের দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে বাংলাদেশে ৫০ বছরের ইতিহাসে সর্বপ্রথম স্থিতিশীল পরিবেশ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত আছে বলেই কিন্তু দেশের উন্নতি হয়েছে। দেশটা একটা জায়গায় এগিয়ে গেছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। মানুষের ভেতরে আস্থা-বিশ্বাস ফিরে এসেছে। দারিদ্র্য বিমোচন হয়েছে, মানুষের আয় বেড়েছে, সব দিক থেকে উন্নতি হয়েছে।

স্বাভাবিকভাবে সামনে ইলেকশন আসলে প্রার্থী হওয়ার জন্য অনেকেরই আকাঙ্ক্ষা থাকবে, এতে তো কোনো সন্দেহ নেই। আর নির্বাচন যখন হবে, কাকে প্রার্থী করা হবে, কাকে প্রার্থী করা হবে না- এটা তো আমাদের দলেরও একটা লক্ষ্য থাকে।

শেখ হাসিনা বলেন, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ ইলেকশন হোক- এটা তো সব সময় আমাদেরই দাবি। কারণ পঁচাত্তরের ১৫ আগস্টের পরের কথা চিন্তা করেন। প্রতিটি ইলেকশন কী হতো? তখন তো ইলেকশন বলে কিছু ছিল না। মানুষের ভোটের অধিকার ছিল না। মানুষের সব ভোটের অধিকার সবই তো একটি জায়গায় বন্দি ছিল।

অনেক আন্দোলন-সংগ্রাম করে ‘জনতার ক্ষমতা জনতার হাতে’ ফিরিয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ইলেকশন নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে। যারা কথা বলছে তাদের কথা তো আলাদা। তারা তো কখনো ওরকম জনগণের কাছে গিয়ে তৈরিও না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ