যে চুক্তির বিরুদ্ধে ৮২ ভাগ ইউক্রেনীয়

নতুন একটি জরিপে দেখা গেছে ৮২ ভাগ ইউক্রেনীয় মত দিয়েছেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ইউক্রেনের কোনো অঞ্চলকে দেওয়া ঠিক হবে না।

কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলোজি গত ১৩ মে থেকে ১৮ মে এর মধ্যে ২ হাজার জনের সঙ্গে কথা বলে।

২ হাজার জনের ওপর চালানো এ জরিপে পাওয়া গেছে ৮২ ভাগই রাশিয়ার হাতে ইউক্রেনের অঞ্চল ছেড়ে দেওয়ার বিরুদ্ধে।

শুধুমাত্র ১০ ভাগ বিশ্বাস করে শান্তির জন্য এবং ইউক্রেনের স্বাধীনতা ধরে রাখার জন্য কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া যেতেও পারে।

ওই জরিপের তথ্য অনুযায়ী, রুশপন্থি বিচ্ছিন্নতবাদী এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে যেসকল ইউক্রেনীয় বসবাস করেন তাদের ৭৭ ভাগই রাশিয়াকে অঞ্চল দেওয়ার বিপক্ষে।

পূর্ব দিকে অর্থাৎ দোনবাসে যেখানে এখন তীব্র লড়াই হচ্ছে সেখান থেকে যারা এ জরিপে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে মাত্র ১৯ ভাগ বলেছে, শান্তির জন্য তারা রাশিয়াকে অঞ্চল দিয়ে দেওয়া যায়। ৬৮ ভাগ এটির বিরুদ্ধে।

রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ক্রিমিয়াসহ বেশ কয়েকটি অঞ্চল রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে একটি পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ প্রস্তাব প্রত্যাখান করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ