ঢাকা অফিস: যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি ও ইটালি আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি এবং স্বদেশ-বিদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম
উদ্দিন ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। মন্ত্রীর অফিসে সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব পাপন ইতালিতে খেলাধুলার আরো প্রসার ঘটানোর নির্দেশ প্রদান করেন। মন্ত্রী বলেন, ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলাধুলার আয়োজন করে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তার বিস্তার ঘটাতে হবে। এ সময় হাজী মোহাম্মদ জসিম উদ্দিন এর সাথে সুইজারল্যান্ড আওয়ামী লীগের এক নেতাও উপস্থিত ছিলেন।
জনাব জসিম উদ্দিন পবিত্র ঈদুল আযহা উদযাপন এবং কুরবানী দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে স্বপরিবারে গমন করেন। তিনি শিগগিরই ইতালিতে ফিরে আসবেন বলে জানা গেছে।
