যুদ্ধ নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে যে কথা হলো জেলেনস্কির

দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন সংঘাত সমাধানের আশায় আলোচনার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।

এ দুই প্রেসিডেন্টের ফোনালাপের পর এলিসি প্রাসাদের দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর তাসের।

বিবৃতিতে বলা হয়, ইমানুয়েল ম্যাক্রোঁ ও জেলেনস্কি ইউক্রেন সংঘাতের একটি স্থায়ী সমাধান ও ইউরোপের নিরাপত্তা পুন:প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনার সম্ভাবনার ওপর জোর দিয়েছেন।

এলিসি প্রাসাদ জানায়, এ প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার ব্যাপারে তার প্রতিশ্রুতি বজায় রাখার বিষয়ে জোর দিয়েছেন। ইউক্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা দিতে চুক্তির শর্তগুলো সহজতর করার ক্ষেত্রে তারা ইচ্ছার কথা পুন:র্ব্যক্ত করেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধ কবে থামবে সেটি নিয়ে ভবিষ্যতবাণী করা মুশকিল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ