রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভায় একের পর এক বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৫ জুন মলদোভার কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে দেশটির ৫০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
এরপর থেকে দেশটির কিসিনাউ আন্তর্জাতিক বিমানবন্দর, সংসদ এবং সরকারি ভবন, সুপ্রিম কোর্ট, বাণিজ্যিক কেন্দ্র, হাসপাতাল ও গির্জাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমা হামলার শতাধিকবার হুমকি দেওয়া হয়েছে।
যদিও সবগুলো হুমকিই ভুয়া ছিল বলে আল জাজিরা জানিয়েছে।
এ ব্যাপারে মলদোভার রাজধানী কিসিনাউয়ের বাসিন্দা ৬৮ বছর বয়সী ভেরা জানান, অবশ্যই আমরা নিরাপদ বোধ করি না। আমরা সব সময় আতঙ্কে থাকি, ভাবি কি ঘটতে যাচ্ছে।