সিনেটর বার্নি স্যান্ডার্সের ‘নো ওয়ার অ্যাগেইনস্ট ইরান অ্যাক্ট’ বিলে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের জন্য ফেডারেল তহবিল ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। অবশ্য এটি মার্কিন কংগ্রেসে বিশেষভাবে অনুমোদিত হতে হবে।
ভারমন্টের প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র সিনেটর স্যান্ডার্স এক্স হ্যান্ডলে একটি বিবৃতিতে বলেছেন, ‘নেতানিয়াহুর বেপরোয়া এবং অবৈধ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং একটি আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে। কংগ্রেসকে এটি পরিষ্কার করতে হবে যে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর পছন্দের যুদ্ধে টেনে আনা হবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা পিতারা যুদ্ধ ও শান্তির ক্ষমতা কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই অর্পণ করেছিলেন। এটি অপরিহার্য যে, আমরা পরিষ্কার করে দিই, কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে আরেকটি ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো ক্ষমতা নেই।’
এই বিলের পক্ষে আছেন বেশ কয়েকজন ডেমোক্রেটিক সিনেটরও। এর মধ্যে ম্যাসাচুসেটস সিনেটর এলিজাবেথ ওয়ারেনও আছেন। তবে এটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ রিপাবলিকানরা সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস উভয়ই নিয়ন্ত্রণ করে। যদিও মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ুক অনেক রিপাবলিকান সেটি চান না। আবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তাঁর ডেস্কে আসা যেকোনো বিলের ওপর ভেটো ক্ষমতা রয়েছে।