যুদ্ধাবস্থায় ইউক্রেন-রাশিয়ার বন্দিবিনিময়

যুদ্ধাবস্থায়ই বন্দিবিনিময় হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এ কথা জানিয়েছে।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এক টেলিগ্রাম পোস্টে জানান, রাশিয়া বন্দিবিনিময় চুক্তির আওতায় শনিবার ২৬ ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে।

এদের মধ্যে ১২ জন সেনা সদস্য এবং ১৪ জন বেসামরিক নাগরিক। খবর আনাদোলুর।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। রুশ আগ্রাসনের মধ্যে এ নিয়ে তিনবার দেশ দুটির মধ্যে বন্দি বিনিময় হল।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের হিসেব মতে, এ পর্যন্ত রুশ আগ্রাসনে ইউক্রেনে পা্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬৬ জন বেসামরিক লোক। এছাড়া আহত হয়েছেন ২ হাজার ৩৮৩ জন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, ইউক্রেন থেকে এ পর্যন্ত ৪৪ লাখ মানুষ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ