যুক্তরাষ্ট্রে হারিকেন ইয়ানের আঘাতে নিহত বেড়ে ৪৫

হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার বিভিন্ন শহরে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার দেশটিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে হারিকেন ইয়ান। যেটিকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে। ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এ অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এখনো ক্যারোলিনাসের উপকূলে বিপজ্জনক ঝড়বৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় ও উত্তর-পূর্ব দক্ষিণ ক্যারোলিনার কিছু অংশে বন্যা পরিলক্ষিত হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ