যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের স্মিথসবার্গে বৃহস্পতিবার বিকেলে বন্দুক হামলায় তিনজন নিহত ও একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। খবর সিনহুয়ার।
ওয়াশিংটন কাউন্টি শেরিফ দফতরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে (গ্রিনিচ মান সময় ১৮৩০টা) এ হামলার ঘটনা ঘটে। পরে নিরাপত্তাকর্মীরা সেখান থেকে চারজনকে উদ্ধার করে।
নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সন্দেহভাজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তি ও এক সৈনিকের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ওই সৈন্য আহত হন এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
ওয়াশিংটন ডিসি’র প্রায় ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত স্মিথসবার্গ।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক ভয়াবহ বন্দুক হামলার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা করছেন। তবে এ আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না।
সূত্র : বাসস