যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার ইউক্রেন ইস্যু নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন। আর বৈঠকটিতে যোগ দেন ৪০টিরও বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা।
তার ডাকা এ বৈঠকে যোগ দেওয়ায় এই দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের ধন্যবাদ জানান লয়েড অস্টিন।
গত মাসে জার্মানির রামস্টেন বিমান ঘাঁটিতে ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছিলেন অস্টিন।
সেই বৈঠকের পর কতদূর অগ্রগতি হয়েছে সেটি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
তিনি জানান, জার্মানিতে হওয়া বৈঠকের পর অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্য ইউক্রেনকে ভারি অস্ত্র পাঠায়। তারা ইউক্রেনকে এম-৭৭৭ হোইটজার কামান দিতে সম্মত হয়।
লয়েড অস্টিন জানিয়েছেন, এ দেশগুলো তাদের দেওয়া কথা অনুযায়ী অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে।
তিনি আরও জানিয়েছেন, যুক্তরাজ্য ইউক্রেনকে ব্রিমস্টোন মিসাইল এবং স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। তাছাড়া অনেকগুলো দেশ নতুন প্রশিক্ষণ মিশনের ওপরও গুরুত্বারোপ করেছে।
এদিকে ভার্চুয়ালি হওয়া এ বৈঠকটিতে সব মিলিয়ে ৪৪টি দেশ যোগ দেয়। জার্মানিতে হওয়া সরাসরি বৈঠকটিতে ছিলেন ৪০ দেশের প্রতিরক্ষামন্ত্রী। এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও চারটি দেশ যোগ দিল।
সূত্র: সিএনএন