ডেস্ক রিপোর্ট: ইতালি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতারা প্রবাসীদের কল্যাণের কথা ভাবেন। তাদের সুবিধা, অসুবিধা, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির কথা জানান সংশ্লিষ্ট জায়গায়। তাদেরই একজন হাজী মোঃ জসিম উদ্দিন। ক্রীড়া পাগল মানুষ, একজন ব্যবসায়ী হিসেবেও এখানে সফল। রাজনীতি কিংবা সমাজ নীতিতে পিছিয়ে নেই তিনি । বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়।
ইতালিতে নতুন করে গড়ে ওঠা জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বর্ণাঢ্য পরিচিতি সভা ছিল সোমবার। সস্ত্রীক এসেছিলেন এই নেতা। তিনি জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি এবং রোমা ওয়েস্ট বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতিরও দায়িত্ব পালন করছেন। ইতালী আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ছিলেন। গেল সম্মেলনে আংশিক কমিটি গঠিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় পদ বন্টন হয়নি কারো মাঝে। ফলে সাবেক বলাই যৌক্তিক।
তবে তিনি একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। স্বদেশ বিদেশ নামের এই সংবাদপত্রটি এখন অনলাইনে প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যেই ইটালিসহ দেশে বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে পত্রিকাটি। এক ঝাঁক তরুণ সংবাদকর্মীর প্রচেষ্টায় ঢাকা থেকে প্রতিমুহূর্তের সংবাদ আপডেট হচ্ছে এখানে। তিনি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে স্বদেশ বিদেশের ভূমিকার কথা বলেছেন।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন রোম দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম। তরুণ এই কূটনীতিক ইতিমধ্যেই ইতালি প্রবাসী বাংলাদেশীদের কাছের মানুষ হয়ে উঠেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। তারপাশেই বিশেষ অতিথি হাজী মোঃ জসিম উদ্দিন একটু সুযোগ পেলেই দূতাবাস সংক্রান্ত প্রবাসীদের স্বার্থের কথা জানালেন তাকে। অমায়িক সাইফুল ইসলাম ইতালি প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায়, তাদের সেবার মান বৃদ্ধিতে দূতাবাসের সহযোগিতার কথা জানালেন তিনি। রোম দূতাবাসে পাসপোর্ট ও ভিসা বিভাগে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম। প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা রোম দূতাবাস হয়ে উঠুক সাধারণ মানুষের আশ্রয় স্থল।
