যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

যশোরে রুম্মান (৩১) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবক গুরুতর আহত হন।

শুক্রবার (২৫ মার্চ) রাত ১১ টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুম্মানের বাড়ি শহরের টালিখোলা মাদরাসা এলাকায়। তার বাবার নাম লিয়াকত পটোয়ারি।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুম্মানের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। এরই জেরে আরিফ, আহাদুলসহ ৮-১০ জন লোক রাতে রুম্মানের ওপর হামলা চালায়। তারা রুম্মানকে কুপিয়ে হত্যা করে এবং তার সঙ্গে থাকা শাকিলকে আহত করে। পরে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার প্রসেনজিৎ সাহা জানান, হাসপাতালে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়েছে। শাকিলের অবস্থা আশংকাজনক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান,আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ