মোস্তাফিজের এক ওভারেই ৪ বাউন্ডারি ২ ছক্কা

চলতি আইপিএলের শুরু থেকে দারুণ বোলিং করে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

কিন্তু শনিবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৮তম ওভারে বোলিংয়ে এসে দীনেশ কার্তিকের হাতে পুরোদমে মার খান কাটার মাস্টার। ওই ওভারের প্রথম তিন বলে তিনটি বাউন্ডারি হাঁকান কার্তিক। চতুর্থ ও পঞ্চম বলে হাঁকান ছক্কা। আর শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ২৮ রান তুলে নেওয়ার মধ্য দিয়ে মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন কার্তিক।

ইনিংসের প্রথম ওভারে মাত্র ৫ রান খরচ করেন মোস্তাফিজ। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে দুই বাউন্ডারিতে খরচ করেন ১০ রান। ১৬তম ওভারে এসে খরচ করেন মাত্র ৫ রান। ৩ ওভারে ২০ রান খরচ করা মোস্তাফিজ নিজের শেষ ওভারে খরচ করেন ২৮ রান। ৪ ওভারে ৪৮ রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেননি দিল্লি ক্যাপিটালসের এই তারকা পেসার।

শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন দীনেশ কার্তিক। ৩৪ বলে ৫৫ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ