ডেস্ক রিপোর্ট: শনিবার অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে গাজীপুরের কৃতি সন্তান, মরহুম ময়েজদ্দিন আহমেদের কন্যা মেহের আফরোজ চুমকি এমপি সভাপতি নির্বাচিত হয়েছেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অপর নারী নেত্রী শবনম জাহান শিলা।
মেয়ের আফরোজ চুমকি এমপিকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। ্শেখ হাসিনা অনুমোদিত ইতালি আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকও গাজীপুরের কৃতি সন্তান। মেহের আফরোজ চুমকির সাথে ইটালি আওয়ামীলীগের এই সাধারণ সম্পাদকের দীর্ঘদিনের রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে। সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে বলেছেন, গাজীপুরের উন্নয়নে মেহের আফরোজ চুমকির যে অবদান রয়েছে, নতুন নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে তা আরো সম্প্রসারিত হবে বলে তিনি মনে করেন। পাশাপাশি নারীর ক্ষমতায়নে মেহের আফরোজ চুমকি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আগামী জাতীয় নির্বাচনে পুরো দেশে নারীদের ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার ক্ষেত্রে দায়িত্ব পালনের সহায়ক হবে এই নেতৃত্ব। জনাব আলমগীর গাজীপুরবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন।
