ডেস্ক রিপোর্ট:মেহেদী হাসান নামের এক যুবক
ইতালির বলোনিয়া শহর প্রায় ১০ বছর ধরে বসবাস করত। গত ২জুন ইতালির ইম্পেরিয়া শহরে আসে। এর পর ৮ জুন রোমের উদ্দেশ্যে রওয়ানা দেয়,এবং বলে,আমি রোমে আছি।তারপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। মেহেদী হাসানের বয়স ২৮/৩০ বছর। তার কিছুটা মানসিক সমস্যা আছে বলে জানা যায়। মেহেদী হাসানের বাড়ি শরীয়তপুরের নড়িয়াতে ।রোম, মিলানো, বলোনিয়া /রোম অথবা তার আশপাশ অঞ্চলে কেউ যদি এই ছেলেটির সন্ধান পান,তাহলে এই নাম্বারে +393297092573 যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
