মেলোনিকে ‘রক্ষিতা’ মন্তব্য, ল্যান্ডিনির বিরুদ্ধে কঠোর নিন্দা ইতালির প্রধানমন্ত্রীর

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং দেশটির বৃহত্তম ট্রেড ইউনিয়ন (সিজিআইএল)-এর প্রধান মাউরিজিও ল্যান্ডিনির মধ্যে ল্যান্ডিনির ‘ট্রাম্পের রক্ষিতা’ মন্তব্যে এক তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) এক টেলিভিশন সাক্ষাৎকারে ল্যান্ডিনি মেলোনিকে ‘ট্রাম্পের রক্ষিতা’ বলে অভিহিত করেন। এই মন্তব্যটি বিশ্বনেতাদের মিশরীয় শহর শারম আল শেখ-এ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত পশ্চিম এশিয়া শান্তি সম্মেলনে যোগদানের পরপরই আসে। ল্যান্ডিনি অভিযোগ করেন, মেলোনি গাজায় শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন এবং তার ভূমিকা কেবল ট্রাম্পের রক্ষিতা সেজে থাকার মধ্যে সীমাবদ্ধ ছিল।

এই মন্তব্যের জবাবে মেলোনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ল্যান্ডিনির অতীত কার্যকলাপকে ইঙ্গিত করে মন্তব্যটিকে বিদ্বেষপ্রসূত বলে অভিহিত করেন। তিনি তাৎক্ষণিকভাবে ‘রক্ষিতা’ শব্দটির অভিধানের সংজ্ঞা তুলে ধরেন, যার একটি প্রচলিত অর্থ ‘বেশ্যা’। মেলোনি বামপন্থী বিরোধীদের সমালোচনা করেন যে তারা নারীদের প্রতি শ্রদ্ধার বুলি আওড়ানোর পরেও এখন তাকে ‘বেশ্যা’ বলে আক্রমণ করছে।

ল্যান্ডিনি অবশ্য তার মন্তব্যকে লিঙ্গভিত্তিক না বলে দাবি করেন এবং বলেন যে তিনি বোঝাতে চেয়েছিলেন মেলোনি ‘ট্রাম্পের চাটুকার’ ছিলেন। তিনি স্পষ্ট করেন, “মেলোনি ট্রাম্পের পোষাক পরা ছিলেন তিনি ট্রাম্পের দরবারে ছিলেন তিনি ছিলেন ট্রাম্পের চাটুকার।”

এদিকে, মিশর সম্মেলনে উপস্থিত একমাত্র মহিলা নেতা হিসেবে ট্রাম্প মেলোনিকে “সুন্দরী” বলে অভিহিত করেন। ৭৯ বছর বয়সী ট্রাম্প স্বীকার করেন যে তার মন্তব্য লিঙ্গভিত্তিক হতে পারে, কিন্তু তিনি বলেন, “আমি কি আপনাকে বলতে পারি আপনি সুন্দরী? কারণ আপনি সত্যিই সুন্দরী।” তিনি রাজনৈতিকভাবেও মেলোনির প্রশংসা করে তাকে “অবিশ্বাস্য” এবং “অত্যন্ত সফল রাজনীতিবিদ” হিসেবে বর্ণনা করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ