‘মুহিত তার বর্ণাঢ্য কর্মের মাধ্যমে অমর হয়ে থাকবেন’

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তিনি উল্লেখ করেন, মুহিত তার অসাধারণ ও বর্ণাঢ্য কর্মের মাধ্যমে অমর হয়ে থাকবেন। তার মৃত্যুতে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আজ গভীরভাবে শোকাবিভুত। তার মৃত্যু দেশ ও জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। চৌকস সরকারি আমলা, প্রখ্যাত অর্থনীতিবিদ, কূটনীতিক, রাজনৈতিক নেতা, লেখক ও ভাষা সংগ্রামী এবং সরকারের অতীব গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন; প্রতিটি ক্ষেত্রেই তিনি অসাধারণ দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছেন। তার মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে দল ও সরকার, সর্বোপরি দেশ ও জনগণ।

মুহিতের সাথে ব্যক্তিগত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ টেনে সালমান এফ রহমান বলেন, তিনি দেশ ও জাতির কল্যাণে সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করতেন এবং আন্তরিকতার সাথে বিভিন্ন কাজে সাহায্য-সহযোগিতা করতেন। মরহুম মুহিতের অসাধারণ কর্মজীবন তরুণ প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। মহান আল্লাহ তায়ালার নিকট মুহিতের বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ