মুরসালিন হত্যায় আরেক মামলা, আসামি ১৫০

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে দোকানিদের সংঘর্ষের মধ্যে দোকান কর্মচারী মো. মুরসালিন নিহত হওয়ার ঘটনায় আরও একটি হত্যা মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মুরসালিনের বড় ভাই নুর মোহাম্মদের করা এ মামলায় অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ।
তিনি বলেন, নাহিদ মিয়া হত্যা মামলার মতো এ মামলাটিও গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে তদন্তের জন্য। আসামিদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

গত সোমবার রাতে দুই দোকানির মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকান মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ গড়ায়। দফায় দফায় সংঘর্ষে দুজন মারা গেছেন।

এদের মধ্যে একজন ১৮ বছর বয়সি নাহিদ মিয়া।

অপরজন ২৬ বছর বয়সি মুরসালিন নিউ সুপার মার্কেটের একটি তৈরি পোশাকের দোকানে কাজ করতেন। মঙ্গলবার দুপুরের দিকে নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ