মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।
বুধবার বিকেল ৩টায় এ সংঘর্ষ শুরুর পর এক ঘণ্টা ধরে তা জারি থাকে। এরপর ওই ২৫ জনকে আটক করা হয়।
আটকরা হলেন বিএনপির সিনিয়র সদস্য আইয়ুব খান, হাসান, রুবেলসহ অজ্ঞাতপরিচয় আরো অনেকেই।
বিএনপির আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট হালিম জানান, সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে ২৫ জনকে পুলিশ ধরে নিয়ে গেছে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের মুক্তারপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি। দুপুর আড়াইটা থেকে মুক্তারপুর এলাকার আশপাশে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পুলিশও আগে থেকেই সেখানে অবস্থান নেয়।
বিকেল সাড়ে ৩টার দিকে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওই এলাকায় জড়ো হয়। বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়, ব্যানার কেড়ে নেয় এবং লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে। পরে বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। মুহূর্তেই মুক্তারপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় বিএনপির গুরুতর আহত পাঁচ জনকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তেমন কোনো তথ্য জানা সম্ভব না হলেও পুলিশেল ওপর হামলার ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সুনিদির্ষ্ট গ্রেফতারের সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ প্রশাসন।