মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনকে শরিয়তপুরের নড়িয়াতে ব্যাপক অভ্যর্থনা

আমিন বেপারী, শরিয়তপুর: ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনকেশরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ব্যাপক অব্যর্থনা জানিয়েছে স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ সহ বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ। ্প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনের পর ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মহাতাব হোসেন তার জন্মস্থান শরীয়তপুরের নড়িয়া পৌঁছালে তাকে বিপুলভাবে অব্যর্থনা জানায় এলাকাবাসী।
এর আগে তাকে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় স্থানীয় দলীয় কার্যালয়ে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার প্রধান হিসেবে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন জামাত বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামীলীগের ঘাটি হিসেবে খ্যাত বৃহত্তর শরীয়তপুরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে প্রধানমন্ত্রী বানাতে হবে।
নড়িয়ার বিপুল সংখ্যক বাংলাদেশী ইতালিতে বসবাস করে। তাদের সকলের প্রতি তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জনাব মাহতাব নড়িয়া আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।
উল্লেখ্য, ইতালি আওয়ামী লীগের বর্ণাঢ্য সম্মেলনে নির্বাচিত হবার পর গণভবনে অনুষ্ঠিত ইতালি আওয়ামীলীগের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনাব মাহতাব হোসেনকে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য মৌখিক নির্দেশনা দেন। ্পরবর্তী সময়ে জাতীয় সংসদ ভবনের সংসদ নেত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান মুক্তিযোদ্ধা মহাতাব হোসেনকে ইতালি আওয়ামীলীগের সভাপতি হিসেবে লিখিত স্বীকৃতি দেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের এই খবর ইতালি এসে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ উল্লাস করে এবং মিষ্টি বিতরণ করে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ