যুক্তরাষ্ট্রের মিশিগানে সম্মাননা পেয়েছেন সাত বাংলাদেশি অ্যাক্টিভিস্টস। মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখায় ওয়ারেন সিটি অব কাউন্সিল তাদের সম্মাননা প্রদান করেছে।
মঙ্গলবার রাতে শহরের ইউক্রেনিয়ান কালচারাল সেন্টারে ওয়ারেন সিটির ২৫তম বার্ষিক সিটি কমিশনের নৈশভোজ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। এ সময় সিটির বিভিন্ন কমিশন ও বোর্ড মেম্বারদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননার সনদপত্র তুলে দেন ওয়ারেন সিটির মেয়র জেমস ফাউন্টস এবং কাউন্সিল চেয়ার গ্রেইন প্রেট্টিক।
বাংলাদেশি সম্প্রদায়ের সম্মাননাপ্রাপ্তরা হলেন- ওয়ারেন সিটির বোর্ড অব রিভিউ ভাইস চেয়ার ফয়ছল আহমেদ, বোর্ড অব রিভিউ সদস্য আজিজ চৌধুরী, ক্রাইম কমিশন সুমন কবির, বিউটিফিকেশন কমিশন খাজা সাহাব আহমেদ, প্ল্যানিং কমিশন মাহমুদা মৌরী, ক্রাইম কমিশন নিজাম আহমেদ এবং কালচারাল কমিশনার সীমা বেগম।