মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে অষ্টম শ্রেণির এক ছাত্রী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মিঠাপুকুর উপজেলার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের গাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অনশনে বসা ছাত্রীর নাম মোসফিকা নাজনীন মিম। সে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউপির গাছুয়া পাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে এবং নাগের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সরেজমিনে গিয়ে জানা যায়, তিন মাস আগে মিঠাপুকুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে সেনা সদস্য রমজান আলী রওশনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে কয়েক দিন ধরে প্রেমিকা মিম বিয়ের জন্য প্রেমিক রওশনকে চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। এতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন মিম।

প্রেমিকা মিম বলেন, তিন মাস আগে রওশনের সাথে সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে তিনি আমাকে নানা জায়গায় মোটরসাইকেল করে ঘুরতে নিয়ে যান এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে কয়েক বার শারীরিক সম্পর্কে মিলিত হন।

মিম আরো জানান, কয়েক দিন আগেও আমার কোচিং সেন্টার থেকে রওশন আমাকে ডেকে নিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। হঠাৎ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে অন্যত্র বিয়ে করার চেষ্টা করায় বিয়ের দাবিতে রওশনের বাড়িতে আমার এই অনশন।

অনশনকারী প্রেমিকা আরো জানান, রওশন যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি নিজেকে শেষ করে ফেলব।

এ ব্যাপারে সেনা সদস্য রওশন আলীর পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। রওশন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে একটু পরে ফোন দিচ্ছি বলে ফোন কেটে দেন। পরে আর ফোন রিসিভ করেননি এবং ফোনও দেননি।

এ বিষয়ে ময়েনপুর ইউনিয়নের চেয়ারম্যান মুকুল সরকার জানান, যদি ছেলের বিয়ে হয় তাহলে ছয় মাস পরে হলেও এখানেই বিয়ে হবে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফা বলেন, ‘আমার মেয়ের সাথে ওই সেনা সদস্যের রিলেশনের বিষয়টি জেনেছি অনশনে যাওয়ার পর। এ ব্যাপারে সঠিক সমাধান না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ