মহান স্বাধীনতা দিবসের দিন থেকেই রোম ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমান আবার চালু হচ্ছে: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ইতালি আওয়ামী লীগের

ডেস্ক রিপোর্ট: ইতালি থেকে আবার ডানা মেলবে বাংলাদেশ বিমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি প্রবাসী বাংলাদেশীদের দেয়া তার প্রতিশ্রুতি রাখলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
এক সংক্ষিপ্ত মন্তব্যে এই দুই নেতা বলেন, প্রবাস বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা ভেবে বিশেষ করে প্রবাসীদের দুর্দশার কথা বিবেচনা করে আবার রোম ঢাকা রোম রুটে বিমান চালুক নির্দেশ দিয়েছেন। ইতালি প্রবাসী সকল বাংলাদেশী এবং মুজিবাদের শেষ সৈনিকদের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করব তিনি আগামী ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আবারো প্রধানমন্ত্রী হয়ে গণতন্ত্র এবং জনগণের জন্য কাজ করে যাবেন।
দীর্ঘ ১০ বছর পর ঢাকা রোম ঢাকা রুটে আবারও বাংলাদেশ বিমান চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ২৬ মার্চ থেকে এই রুটে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান চালুর সংবাদে ইতালির প্রবাসী বাংলাদেশীরা আনন্দিত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ