তুষার ভ্রমণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর সরকার ,বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি জাভেদ উল্লাহ ,সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন ,সহ সভাপতি বাকির মিয়া ,শাওন আহমেদ ,রনি খান ,আলী হোসেন জাভেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব জসিম উদ্দিন।
এমন সুন্দর আয়োজনে অংশগ্রহণকারী প্রবাসীরা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সবাইকে ধন্যবাদ জানান।
তুষার ভ্রমণে যাত্রাপথে বাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, ছড়া, কৌতুক পরিবেশন এবং সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনন্দ আর আড্ডায় অতিবাহিত করেন। পরিশেষে ফেরার পথে অংশগ্রহণকারী প্রবাসীদের নিয়ে লটারির আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কারে পুরস্কৃত করা হয়।
