মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী শান্তিতে রূপান্তরের লক্ষ্যে ইতালি প্যালেস্টাইন ভূখণ্ড এবং জর্ডানে একটি কারিগরি প্রতিনিধি দল পাঠিয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রী আন্তোনিও তাজানি সোমবার (২০ অক্টোবর) এই ঘোষণা দেন।
স্লোভেনিয়ায় অনুষ্ঠিত মেড৯ শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনে তিনি জানান, ইতালি বর্তমান যুদ্ধবিরতিকে এবং ‘ট্রাম্প পরিকল্পনার’ প্রথম ধাপকে স্থায়ী শান্তিতে পরিণত করতে বদ্ধপরিকর।
ইতালির তিনমুখী পরিকল্পনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রী তাজানি মধ্যপ্রাচ্যে ইতালির প্রতিশ্রুতির তিনটি মূল ক্ষেত্র চিহ্নিত করেছেন: পুনর্গঠন, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নেতৃত্ব প্রশিক্ষণ।
পুনর্গঠনঃ তাজানি নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় সকল শাখার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি ইতালীয় কারিগরি দল বর্তমানে জেরুজালেম, রামাল্লাহ এবং পরবর্তীতে জর্ডানে পরিদর্শন চালাচ্ছে। এই দলের কাজ হলো জরুরি হস্তক্ষেপের জন্য অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো চিহ্নিত করা।
স্থিতিশীলতাঃ স্থিতিশীলতা আনার লক্ষ্যে ইতালি রাফাহ ক্রসিং এবং জেরিকো এলাকায় তাদের ক্যারা বিনিয়ারি পুলিশ বাহিনীর উপস্থিতি বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত। মন্ত্রী বলেন আন্তর্জাতিক ও জাতিসংঘের কাঠামোতে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতালি তার ভূমিকা পালন করতে প্রস্তুত।
ভবিষ্যৎ নেতৃত্ব প্রশিক্ষণঃ শিক্ষাক্ষেত্রে, তাজানি “বিশ্ববিদ্যালয় করিডোর” পুনরায় চালু করার ঘোষণা দেন। তিনি জানান, উচ্চশিক্ষা মন্ত্রী আনা মারিয়া বেরিনির নেতৃত্বে বৃহস্পতিবার কিছু ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইতালিতে পৌঁছাবেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ৭ নভেম্বর ইতালি সফরে আসছেন। এছাড়াও, তিনি নিশ্চিত করেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি হিসেবে দুই রাষ্ট্র সমাধানের প্রতি রোমের সমর্থন অব্যাহত থাকবে।