ভৈরবে মেঘনা নদীভাঙনের সময় নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি।
রোববার সকালে নদীভাঙন শুরু হলে ঘুমন্ত দুজন শ্রমিক নদীতে তলিয়ে যায়।
নিখোঁজ দুজন হলেন— মো. শরীফ ও মো. মোস্তাক মিয়া। ঘটনার পর থেকে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা নদীতে চেষ্টা করেও তাদের খোঁজ পায়নি।
স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের স্টেশন ইনচার্জ আজিজুল হক রাজন জানান, রোববার ঘটনার পর থেকে বিকাল পর্যন্ত নদীতে তাদের খোঁজা হয়। ধারণা করছি, দুজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েছেন বা নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে।
রোববার সকালে ভৈরবের মোঘনা নদীভাঙনে দুটি রাইস মিল নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় ঘরের ভেতর ঘুমন্ত দুজন শ্রমিক নিখোঁজ হন।