ভিনিসিয়ুসকে হুমকি দিয়ে ৪ জনের জেল

ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বিদ্বেষমূলক অপরাধ ও হুমকি দেওয়ার কারণে ৪ জনকে ১৪ থেকে ২২ মাসের জেল দিয়েছেন মাদ্রিদের আদালত।

২০২৩ সালের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদের মধ্যকার কোপা দেল রের ম্যাচ শুরু হওয়ার আগে এমন কাণ্ড ঘটান ৪ দর্শক। ভিনিসিয়ুসের একটি প্রতিকৃতি বানিয়ে রিয়ালের অনুশীলন মাঠের সামনে একটি সেতুতে ঝুলিয়ে রাখেন তারা। এছাড়া একটি ব্যানারে লেখা ছিল, ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’

লা লিগার অভিযোগের পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এক বিবৃতিতে লা লিগা জানায়, স্পেনের দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী, ঘৃণাত্মক অপরাধের জন্য ১৫ মাসের কারাদণ্ড এবং হুমকি দেওয়ার জন্য অতিরিক্ত ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এক অভিযুক্তকে। কারণ তিনি সেই ঘটনার ছবি অনলাইনে ছড়িয়ে দেন। বাকি তিনজন অভিযুক্তকে ঘৃণাত্মক অপরাধের জন্য ৭ মাস এবং হুমকির জন্য আরও ৭ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া প্রথম অভিযুক্তকে ১০৮৪ ইউরো এবং বাকি তিনজনকে ৭২০ ইউরো করে জরিমানা করেন আদালত। তাঁদের সবাইকে ভিনিসিয়ুসের বাড়ি ও কর্মস্থল থেকে ১ কিলোমিটার দূরে থাকতে হবে। স্প্যানিশ ফুটবল আয়োজিত কোনো ম্যাচের ৪ ঘণ্টা আগে ও পরে এক কিলোমিটারের আশেপাশে থাকতে পারবেন না। কারাদণ্ড শেষ হওয়ার পর চার বছর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ