রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসোর সঙ্গে সম্পর্ক খুব ভালো যাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়রের। সর্বশেষ এলচের বিপক্ষে লিগ ম্যাচে বেঞ্চে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। শেষ সময়ে তাকে মাঠে নামানো হয়। ম্যাচটি লস ব্লাঙ্কোসরা ২-২ গোলের সমতায় শেষ করে।
ভিনিকে শুরুতে না নামিয়ে রদ্রিগো গোয়েসকে খেলানো হয়। যদিও তিনি গোল পাননি। ভিনিকে শুরুর একাদশে না রাখার ব্যাখ্যায় কোচ আলোনসো বলেছেন, আন্তর্জাতিক বিরতিতে থাকায় ভিনি ক্লান্ত। তার ওয়ার্কলোড ম্যানেজ করার অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল।
সব মিলিয়ে চলতি মৌসুমে চারটি লিগ ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি ভিনিসিয়াস জুনিয়রকে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বিষয়টি বিবেচনায় নিয়ে উল্লেখ করেছেন, ভিনি ও জাবির মধ্যে ‘কঠোর পেশাদারি’ সম্পর্ক বিরাজ করছে।
পূর্বে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান বসের অধীনে ভিনি দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ভিনির জন্য ডন কার্লো ছিলেন ‘পিতৃসম’ ব্যক্তিত্ব। বর্তমান ব্রাজিলের কোচও ভিনিকে শুরুর একাদশের অপরিহার্য সদস্য করে রেখেছিলেন। কিন্তু আলোনসো আসায় ভিনির পূর্বের সেই অবস্থা নেই।
সংবাদ মাধ্যম অ্যাথলেটিক দাবি করেছে, সম্পর্কে টানাপোড়েনের কারণে ভিনিসিয়াস জুনিয়র ব্লাঙ্কোস বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি আলোনসোর সঙ্গে সম্পর্কের পরিস্থিতি কোন পর্যায়ে যায়, তা নিশ্চিত না হয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন না।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, জাবি আলোনসোর অধীনে শুধু ভিনিসিয়াস নন অখুশি আরও চার ফুটবলার। তাদের মধ্যে আছেন দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো এবং এনড্রিক। গুঞ্জন আছে, ধারে এনড্রিক জানুয়ারিতে ফ্রান্সের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। রদ্রিগোও বিশ্বকাপের বছরের কথা চিন্তা করে শীতকালীন দলবদলের মৌসুমে চলে যেতে পারেন ইংলিশ কোন ক্লাবে। এছাড়া মিডফিল্ডার ফেদে ভালভার্দে ও জুড বেলিংহামের সঙ্গে কোচ জাবির সম্পর্ক গতানুগতিক বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি।