‘ভারত এখনো ফাইনালে যায়নি’, মনে করিয়ে দিলেন আফ্রিদি

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ওই পাকিস্তান আবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে।

পরশু আবার বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। আজ বাংলাদেশকে ভারত হারালে পারলে তাদেরও ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। ভারত হারলে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে সূর্যকুমার যাদবদের।

এশিয়া কাপের আগের ১৬ আসরের মধ্যে কখনো ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল দেখা যায়নি। এবার পাকিস্তান ফাইনালে কী ভারতের মুখোমুখি হতে পারবে? এমন প্রশ্নে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘এখানো ভারত ফাইনালে যেতে পারেনি।’

পরক্ষণেই তিনি বলেন, ‘এখনো তারা ফাইনালে যায়নি। যদি যায় এবং যখন যাবে তখন আমরা দেখবো। কারণ আমরা এখানে এশিয়া কাপের ফাইনালে খেলতে ও শিরোপা জিততে এসেছি। ফাইনালে যে দলই যাক, আমরা তাদের হারাতে পারবো।’

বাংলাদেশকে হারাতে ভালো খেলতে হবে বলেও উল্লেখ করেন শাহিন আফ্রিদি। সুযোগ পেলে তা নিতে হবে এবং তিন বিভাগে ভালো খেলতে হবে বলে মত বাঁ-হাতি এই পেসারের, ‘বাংলাদেশ ভালো দল। সম্প্রতি ভালো ক্রিকেটও খেলছে। এমন দলের বিপক্ষে খেললে প্রথম ঘুষিটা আপনাকেই দিতে হবে, যাতে তারা সুযোগ নিতে না পারে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ